সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০
প্রতিনিধি/ফেঞ্চুগঞ্জঃঃ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় জলমহালকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও অর্থনৈতিক দুর্নীতির দায়ে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ।গ্রেফতার হওয়া আব্দুল কাইয়ুম উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য। মঙ্গলবার রাতে ফেঞ্চুগঞ্জ চান্দপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ফেঞ্চুগঞ্জ থানা ও বালাগঞ্জ থানার যৌথ অংশে ধুপড়িয়া বিলের অবস্থান। যা স্থানীয় অনন্ত বিশ্বাস নামিয় ব্যক্তির লিজ নেওয়া ছিল। এ লিজের মেয়াদ শেষ হয়ে আরো ৩ বছর অতিবাহিত হয়। জলমহালের বিভিন্ন খাল ডোবার পানি কৃষি কাজের জন্য উন্মুক্ত হলেও স্থানীয় দনারাম গ্রামের কিছু লোকজন খালের মধ্যে বাধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে মাছ ধরতে থাকে। এসব বিষয়ে ধুপরিয়া গ্রুপ জলমহালের পক্ষে আদালতে মামলাও দায়ের হয়।
মামলা চলমান থাকা অবস্থায় উপরোক্ত স্থানে মাছ ধরা ও প্রভাববিস্তার করে উত্তেজনা সৃষ্টি করা ও অর্থনৈতিক দুর্নীতির দায়ে আব্দুল কাইয়ুম কে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।