সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০
প্রতিনিধি/ফেঞ্চুগঞ্জঃঃ
উপজেলা ছাত্রলীগের আন্দোলনের মুখে পুলিশের হাতে আটক ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আব্দুল কাইয়ুম ছাড়া পেয়েছেন। তার মুক্তিতে আন্দোনলে নেমেছিল উপজেলা ছাত্রলীগ।
জানা যায়, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানার যৌথ অংশে ধুপড়িয়া বিল নিয়ে সৃষ্টি ঘটনায় অর্থনৈতিক দুর্নীতি, প্রভাববিস্তার উত্তেজনা সৃষ্টির দায়ে মঙ্গলবার রাতে আটক করা হয় আব্দুল কাইয়ুমকে।
আটকের পর তার মুক্তির দাবিতে গভীর রাতে মিছিল করে ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগ।পরবর্তীতে বুধবার সকাল থেকে আন্দোলন বিক্ষোভ করে সড়কে অগ্নিসংযোগ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় ফেঞ্চুগঞ্জ সেতুর দুইপাশে যানবাহন আটকে যায়। পরে আব্দুল কাইয়ুমকে মুক্তি দেয় ফেঞ্চুগঞ্জ থানা।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান,স্থানীয়দের মধ্যস্থতায় উনাকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে।