সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০
জেলা প্রতিনিধি/ মৌলভীবাজারঃঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবৈধভাবে টিলার মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছেন। এসময় মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, ‘অবৈধভাবে টিলার মাটি কাটার অভিযোগে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক বছরের বিনাশ্রম জেল দেওয়া হয়। আটক হওয়া ব্যক্তি নিজেই ট্রাক্টরে মালিক ও চালক। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। টিলা কাটা বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।