বাংলাদেশিদের জন্য ফের শ্রমবাজার খুলে দিচ্ছে কাতার

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

বাংলাদেশিদের জন্য ফের শ্রমবাজার খুলে দিচ্ছে কাতার
Spread the love

১০২ Views

আন্তর্জাতিক ডেস্কঃঃ

দির্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি শ্রমিকদের জন্যআবারও  শ্রমবাজার খুলে দিয়েছে কাতার। (৫ ফেব্রুয়ারি) বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দোহায় অনুষ্ঠিত এক যৌথ কারিগরি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। ‘আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি।

 

মন্ত্রী বলেন, কাতারে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা থাকবে, কেননা ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সেখানে অনুষ্ঠিত হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব সেলিম রেজা বৈঠকে উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, দেশটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় কাতারের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত। বাংলাদেশ ২ থেকে ৩ লাখ শ্রমিক কাতারে পাঠাতে পারবে।

খবর ইউএনবির


Spread the love