সিলেট ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের ফিনলে চা কোম্পানির বর্মাছড়া চা বাগানের ৩ নং সেকশনেরনির্মাণাধীন কালভার্ট থেকে পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সনাতন কর্মকার (৩৫)।
স্থানীয়রা জানান, বর্মাছড়া চা বাগানের সেকশন রোডে একটি কালভার্টের নির্মাণ কাজ চলছিলো, সকালে শ্রমিকরা এসে দেখে ওই নির্মাণাধীন কালভার্টের নীচে এক ব্যাক্তি মোটরসাইকেলসহ পড়ে আছে। পরে শ্রমিকরা শ্রীমঙ্গল থানায় খবর দেয়। শ্রীমঙ্গল থানা পুলিশ খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।