সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
সুনামগঞ্জের ছাতকে কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা মিলনায়তনে শাহীন চৌধুরীর সভাপতিত্বে ও সামসুর রহমান বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত কন্ট্রাকটরদের এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৬ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক শংকর দেব। বিশেষ অতিথি ছিলেন জেলা কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, জেলা কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্ঠা সুনীল দেব।
সভায় শাহীন চৌধুরীকে সভাপতি, আব্দুস শহিদ বাপনকে সাধারন সম্পাদক ও মঞ্জু মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ছাতক উপজেলা কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন সুমেন, সহ সভাপতি আব্দুস ছালাম, মন্তাজ আলী, মাফিজ আলী, সামসুর রহমান বাবুল, আব্দুল বারী চপল, সাজিদুর রহমান, জয়নাল আবেদীন, কয়ছর আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক ইশতিয়াক রহমান তানভির, ফজলুল হক, এটিএম তারেক, সাদমান মাহমুদ সানি, হাবিবুর রহমান রাশেদ, মজম্মিল খান, এমরান আহমদ, কোষাধ্যক্ষ খায়রুল হুদা, দপ্তর সম্পাদক সাগর তালুকদার, প্রচার সম্পাদক শাহরিয়ার তারেক, ক্রিড়া সম্পাদক সাদিকুর রহমান সাদিক, সাংস্কৃতিক সম্পাদক মমিনুর রহমান রিয়াজ, বার্ষিকী সম্পাদক আব্দুল্লাহ আল সানি, সমাজসেবা সম্পাদক আমিনুল হক, বন ও পরিবেশ সম্পাদক কামরুল হাসান শাওন, নির্বাহী সদস্য হযরত আলী, আব্দুল হক, বলরাম দেব, কৃপেশ চন্দ, রাহেল আহমদ, কার্জন রহমান, ইমরান হোসেন আবিদ, রুমান আহমদ ও মতিউর রহমান।
এছাড়া প্যানেল মেয়র তাপস চৌধুরী, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, কণ্ট্রাকটর সুনিল কান্তি দে, শংকর দেব, আশ্রব আলী, অতুল দেব ও নুরুল আমিন শাহিনকে নিয়ে একটি উপদেষ্ঠা পরিষদও গঠন করা হয়।