প্রতিনিধি/বিশ্বনাথ ::
সিলেটের বিশ্বনাথে দুটি কোচিং সেন্টার সীলগালা করা হয়েছে। সেগুলো হচ্ছে উপজেলার সদরে অবস্থিত রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের পাশে থাকা ’এডোকেয়ার কোচিং সেন্টার’ ও নতুনবাজারস্থ উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত ‘ক্রিয়েটিব কোচিং সেন্টার’। বৃহস্পতিবার উপজেলা সহকারি কমিশনার ভূমি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এদুটি কোচিং সেন্টার সীলগালা করেন। জানতে চাইলে সহকারি কমিশনার ভূমি
মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ি ওই কোচিং সেন্টারগুলো সীলগালা করা হয়েছে। এসএসসি পরীক্ষা চলাকালিন সময় পর্যন্ত সেগুলো বন্ধ থাকবে বলে তিনি জানান।