সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০
জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
সুনামগঞ্জের তাহিরপুরে পল্লী বিদ্যুতের মেইন লাইনের ছিড়ে এক পথচারী উপর পড়ে ঝলসে গেছে তার শরীর। শুক্রবার দুপুরে বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটেছে।ঝলসে যাওয়া যুবকের নাম নেকবর হোসেন। সে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের খাসশতাল গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। তার ২ হাত ও মাথার একাংশ পুড়ে গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাদাঘাট -খাশতাল রাস্তার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেইটের সামনে অটো রিক্সা নিয়ে যাত্রীর অপেক্ষায় রিক্সার ভিতরে বসে ছিলন নেকবর হোসেন। হঠাৎ মাথার উপরে থাকা ১১ হাজার কে.ভি ভোল্টেজের মেইন লাইনের তার ছিড়ে নেকবরের উপরে পড়ে। এতে তার ডান হাত, বাম হাত ও মাথার একাংশ ঝলশে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পথচারীরা জানান, বাদাঘাট স্কুলের ঢালপালা কাটার সময়ে অসাবধানতাবসত কারণে মেইন লাইনের তার ছিড়ে নেকবরের উপর পড়ে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।