সিলেট ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
দোয়ারাবাজার উপজেলার দক্ষিণ মাছিমপুর গ্রামে নতুন জামে মসজিদের আনুষ্টানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার প্রথম জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্টানে মোনাজাত পরিচালনা করেন, গনেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান। এসময় অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। মসজিদের উদ্বোধনী সভায় গ্রাম ও এলাকার মুসল্লী ছাড়াও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাওলানা ফয়জুল করিম, ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল বারী, হিফজুল বারী শিমুল, সমুজ আলী, আব্দুল ওয়াহিদ, হাজী আলা উদ্দিন রুমেল, বাকি বিল্লাহ, ফারুক আহমদ, সোলেমান মিয়া, ফখরুল আলম, ফারুক মিয়া, রুকন মিয়া, শাহ-জাহান, তানভীর চৌধুরী, আলা উদ্দিন, কামাল উদ্দিন প্রমূখ। গ্রামবাসী মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরবর্তিতে ছাতক পৌর শহরের বাগবাড়ি গ্রামের বাসিন্দা ইংল্যান্ড প্রবাসী এমাদ উদ্দিন মিন্টু, মিসবাউর রহমান ও তাদের স্বজনদের আর্থিক সহায়তায় এ মসজিদটি নির্মাণ করা হয়েছে।