সিলেট ২২শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
স্টাফ রিপোর্টারঃঃ
সিলেটের বিয়ানীবাজারে কুশিয়ারা নদী থেকে এক অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার শেওলা পয়েন্টের কুশিয়ারা নদীতে একটি অর্ধগলিত লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয়রা প্রথমে অজ্ঞাত লাশটি দেখতে পেয়ে দুবাগ ইউপি চেয়ারম্যান ও বিয়ানীবাজার থানাপুলিশকে খবর দেন। পরে বিয়ানীবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। উদ্ধারের পূর্বে অজ্ঞাত লাশটি অর্ধগলিত অবস্থায় নদীতে ভাসছিল।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) অবনী শংকর কর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন- উদ্ধারকৃত মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্ঠা করছি।