সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
স্টাফ রিপোর্টারঃঃ
ভারতের জি বাংলা চ্যানেলের রিয়ালিটি শো সারেগামাপা’র খ্যাতি পাওয়া কন্ঠশিল্পী এবং অদিতি মুন্সী সিলেট আসছেন আজ (রোববার)। আজ সন্ধ্যা ৭ টায় নগরীর মাছুদিঘীর পাড়ে আয়োজিত শ্রী চৈতন্য মহাপ্রভূর আবির্ভাব জয়ন্তী মহোৎসবে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। গত বৃহস্পতিবার থেকে এ উৎসব শুরু হয়েছে। হরিভক্তি প্রচারিণী সভা আয়োজিত এ অনুষ্ঠান চলবে সোমবার পর্যন্ত।
আয়োজকরা জানিয়েছেন, এই উৎসবে মহাপ্রভুর ব্যবহৃত শ্রীচরণ পাদুকা প্রদর্শন করা হচ্ছে, যা ভারতের নবদ্বীপ ধাম হতে প্রথমবারের মত সিলেটে ভক্তবৃন্দের দর্শনের জন্য নিয়ে আসা হয়েছে।
সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে সিলেট পৌঁছেছেন নিত্যানন্দ প্রভুর চর্তুদশ বংশধর পাঠক সম্রাট প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী ও তার আত্মজ প্রভুপাদ শ্রীল গোবিন্দগোপাল গোস্বামী।