সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
জেলা প্রতিনিধি/ হবিগঞ্জঃঃ
হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে অরুণ দাশ নামে এক ইউপি সদস্যের (মেম্বার) চোখ উপড়ানো বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত অরুণ দাশ উপজেলার পুকরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান সদস্য। (১১ ফেব্রয়ারি)মঙ্গলবার বেলা ১২টার দিকে বানিয়াচং থানা পুলিশ উপজেলার কবিরপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অরুন দাশ সোমবার পার্শ্ববর্তী কবিরপুর গ্রামে একটি ধর্মীয় উৎসবে যোগ দিতে বাড়ি থেকে বের হন। মঙ্গলবার সকালে তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু সকালে স্থানীয় লোকজন চাষাবাদের জন্য হাওরে যাবার পথে একটি বাগানবাড়ির পুকুরপাড়ে একটি চোখ উপড়ানো ও বিবস্ত্র অবস্থায় তার লাশ দেখতে পান। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে পুকরা ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। তার মরদেহ খুবই খারাপ অবস্থা ছিল। একটি চোখ ছিল না এবং পড়নে কোন কাপড়চোপড় ছিল না।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। তবে এই মুহুর্তে এর বেশি বলা যাচ্ছে না।’