সিলেটে আরও ১৫০ জন লন্ডনী কোয়ারেন্টিনে

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১

সিলেটে আরও ১৫০ জন লন্ডনী কোয়ারেন্টিনে

লন্ডন বাংলা ডেস্কঃঃ

লন্ডনে করোনা পরিস্থিতি ভয়বহতার মধ্যে দিয়ে সিলেটে আরও ১৫০জন লন্ডনি এসেছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে করোনা সার্টিফিকেটসহ আগতদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করার পর সরকারি নির্দেশনায় সেনাবাহিনী ও পুলিশের সার্বিক তত্ত্বাবধানে তাদেরকে ৫টি বাসে করে ৭দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়।

 

বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার  (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের। তিনি বলেন,বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিজি-২০২ ফ্লাইটে করে ১৫০ জন সিলেটের বাসিন্দা লন্ডন থেকে আসেন। তাদেরকে ৭দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

 

তিনি জানান, হোটেল ব্রিটেনিয়া ৩৮ জন, হোটেল অনুরাগ- ১৯ জন, হোটেল নূরজাহান ১৬ জন, হোটেল হলিগেট  ৩৪ জন, হোটেল হলি সাইড ১২জন, লা রোজে ১৮ জন, স্টার প্যাসিফিক হোটেল ১৩জন।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930