পৗরনির্বাচনে উৎসবের শহর এখন মোরেলগঞ্জ, বাড়ছে উত্তেজনাও

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১

পৗরনির্বাচনে উৎসবের শহর এখন মোরেলগঞ্জ, বাড়ছে উত্তেজনাও

প্রতিনিধি/বাগেরহাটঃঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ পৗরসভা নির্বাচনের আর বাকি মাত্র ২ দিন। কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণায় গোটা পৌরসভা এখন উৎসবের শহরে পরিনত হয়েছে। আগামি ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে এ পৌরসভার নির্বাচন। নির্বাচনে মেয়র পদের জন্য নেই কোন হাক ডাক। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থীতা প্রত্যাহার করায় আওয়ামী লীগের মনিরুল হক তালুকদার বিনাপ্রতিদদ্বীতায় নির্বাচিত হয়ে গেছেন।

 

 

এখন প্রচার প্রচারনা চলছে শুধু কাউন্সিলর প্রার্থীদের। প্রভাবশালী প্রর্থীরা নিজনিজ এলাকা নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করছেন। প্রদিদ্ব›দ্বী প্রার্থীরা সেখানে ঢুকতে পারেছননা। এর ফল ক্রমশ উত্তেজনাও বাড়ছে। থানা পুলিশের দেওয়া তথ্যমতে, সবকটি কেন্দ্রই ঝঝুকিপূর্ণ।

 

 

এবারের নির্বাচনে ৯টি ওয়ার্ডে ৫৪জন পুরুষ ও ১২জন নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দীতা করছেন। গোটা পৌরসভায় ভোটার সংখ্যা ১৬ হাজার ৫শ’। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪১৪ জন। সবচেয়ে বেশী প্রার্থী হয়েছেন ৩ নং ওয়ার্ডে। এখানে ভোটার ১৮২৪ জন। প্রার্থী হয়েছে ৮ জন।

 

 

ভোটারদের কাছে প্রার্থীদের দৌড় ঝাঁপ, পেষ্টার বিতরণ, মাইকং সবমিলিয়ে মোরেলগঞ্জ পৌরসভা এখন উৎসবের শহরে পরিনত হয়েছে। এখন পর্যন্ত বড় ধরণের সংঘাত, সংঘর্ষ বা মামলার ঘটনা ঘটেনি। তবে ২,৩টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ মনে করছেন অনেকে।

 

 

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসার মো. মোস্তফা কামাল বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রচার প্রচারণা চলছে। কিছু অভিযোগ পেয়েছি তার সমাধানও হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930