বিশ্বনাথে কৃষকের লাশ সামনে রেখে প্রতিবাদ সভা

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

বিশ্বনাথে কৃষকের লাশ সামনে রেখে প্রতিবাদ সভা

প্রতিনিধি/বিশ্বনাথঃঃ

বিশ্বনাথে উপজেলার সর্ববৃহত চাউলধনী হাওরের কৃষি জমিতে পানি সেচ নিয়ে সংঘর্ষের সময় নিহত কৃষক ছরকুম আলী দয়াল (৭০) এর লাশ দাফন করা হয়েছে। ময়না তদন্ত শেষে  শুক্রবার বাদ আসর দশঘর ইউনিয়নের চৈতননগর গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

 

 

এর আগে বৃহস্পতিবার হাওরের বোরো ধানী জমিতে পানি সেচ নিয়ে দু’পক্ষের সংঘর্ষের সময় তিনি নিহত হন। দাফনের পূর্বে ওই কৃষকের লাশ সামনে রেখে চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে হত্যাকারিদের বিচারের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

 

 

প্রতিবাদ সভায় বক্তারা মৎস্য ইজারাদার সাইফুল ইসলাম বাহিনীকে ওই হত্যাকান্ডের মুল হোতা দাবি করে বলেন, হত্যাকারিদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আর না হলে আগামিতে তারা কঠিন আন্দোলনের ডাক দিবেন।

 

 

আন্দোলন কমিটির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আব্দুল আজিজ’র পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আন্দোলন কমিটির প্রধান উপদেষ্টা মুহিবুর রহমান। এসময় দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, কমিটির যুগ্ম আহবায়ক আরিফ উল্লাহ সিতাবসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930