সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১
লন্ডন বাংলা ডেস্কঃঃ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় টিনশেডের ১৫টি কক্ষ সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়। এছাড়া আরও দুইটি পাকা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় হুমাইরা আক্তার (১৫) নামে ১০ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
শুক্রবার দিবাগত রাত ৩টায় উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৮নং মুল্লুক শাহ চৌধুরীর বাড়িতে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন ফারুক চৌধুরী, বদুলল হক চৌধুরী, আবু তৈয়ব চৌধুরী, জসিম উদ্দীন চৌধুরী ও মো. হারুণ চৌধুরী। তাছাড়া পার্শ্ববর্তী খোরশেদ চৌধুরী ও এমদাদ চৌধুরীর পাকাঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্র জানায়।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে হাটহাজারী ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন পর্যন্ত আবু তৈয়বের মেয়ে হুমাইরা নিখোঁজ রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাজাহান।