আফরোজ হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১

আফরোজ হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেটের ওসমানীনগরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে আফরোজ আলী হত্যা মামলায় মইনুদ্দিন মঞ্জু নামের এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ ১ম আদালতের বিচারক রবিউল ইসলাম এই আদেশ দেন। ফাঁসির আসামী মইনুদ্দিন (মঞ্জু) সিলেটের ওসমানীনগর থানাধীন হুসন নমকী গ্রামের মৃত সৈয়দ মাহতাব উদ্দিনের ছেলে।

 

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১১ মে ওসমানীনগর থানাধীন খাসদিওর মীরপাড়ার আফরোজ আলীকে সকাল সাড়ে ৮টার দিকে ডেকে নিয়ে যায়। কথা বলঅর এক পর্যায়ে ঘাতক মইন্নুদ্দিন মঞ্জু তার সাথে থাকা ছোরা দিয়ে আফরোজ আলীর কোমের ও পরে বুকে ছুরিকাঘাত করে হত্যা করে।

 

এসময় তার চিৎকার শুনে পরিবারসহ এলাকার স্থানীয় ব্যক্তিরা এগিয়ে আসলে মঞ্জু পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে রায়হান উদ্দিন বাদী হয়ে মইন্নুদ্দিন মঞ্জুকে একমাত্র আসামী করে হত্যা মামলা (নং-১৭) দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে মইনুদ্দিন মঞ্জুকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহফুজুর রহমান। তিনি বলেন, ওসমানীনগর থানাধীন খাসদিওর মীরপাড়ার আফরোজ আলী হত্যার দায়ে আদালত হত্যা মামলার একমাত্র আসামী মইনুদ্দিন মঞ্জুকে ফাঁসির আদেশ দিয়েছেন।

Spread the love

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930