সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের মো. হুমায়ন (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। মৃত হুমায়ন জেলার কসবা উপজেলার মৃত আবদুল মালেকের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের চিকিৎসক ইনজামামুল হক সিয়াম জানান, সকাল সাড়ে ৮টার দিকে কারাগারের হাজতি হুমায়ন বুকে ব্যথা অনুভব হয়।তাৎক্ষণিক ইসিজি করে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এর পর সেখানে কর্তব্যরত চিকিৎসক হুমায়নকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার জেল সুপার মো. ইকবাল হোসেন যুগান্তরকে জানান, মাদক মামলার আসামি হয়ে গত ২৮ জানুয়ারি কারাগারে আসেন হুমায়ন। সকালে হঠাৎ করে বুকে ব্যথা হলে হাসপাতালে পাঠানোর পর সেখানে তার মৃত্যু হয়।