সিলেট ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
চট্টগ্রামের রাউজান থানার অন্যতম ঐতিহ্যবাহী স্কুল হযরত এয়াছিন শাহ (রঃ) পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ ব্যাচ ৯৯ আমিরাত শাখার উদ্যোগে দুবাই লেকে বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ আয়োজনের আহ্বায়ক মুহাম্মদ জুয়েল বলেন, দীর্ঘদিন পর স্কুলের বন্ধুদের পেয়ে আমি সত্যিই আনন্দিত হয়েছি। মনে হচ্ছে সেই ৯৯ সালের আগের স্কুল জীবনে ফিরে গিয়েছিলাম। পাশাপাশি সবাই মিলনমেলায় অংশগ্রহণ করাই সবার ভূয়সী প্রশংসা করেন। এ সময় তারা আমিরাতে নতুন আগত রাউজান গ্রামার স্কুলের অন্যতম পরিচালক মুহাম্মদ সাজ্জাদুল ইসলাম (মিঠুকে) ফুল দিয়ে বরণ করে নেন।
বনভোজনে উপস্থিত ছিলেন মুহাম্মদ জুয়েল, মুহাম্মদ মোরশেদ, মুহাম্মদ জাহেদ, আহসান হাবীব মুন্না, মুহাম্মদ আনোয়ার, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ কবির, মুহাম্মদ সাজ্জাদুল ইসলাম মিঠু, মুহাম্মদ মুনছুরসহ আমিরাতের সাতটি প্রদেশ থেকেন আগত স্কুলের প্রাক্তন ছাত্ররা।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |