সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০
লন্ডন অফিসঃ
চিকিৎসার নামে রোগীকে যৌন হেনস্থার অভিযোগে লন্ডনের ভারতীয় বংশোদ্ভূত চিকিতৎসক মণীশ শাহকে সাজা প্রদান করেছে আদালত। তাকে ১৫ বছরের কারাদণ্ডের সাজা শোনান লন্ডনের ওল্ড বেইলি কোর্টের বিচারক অ্যান মলিনেক্স। এই মামলা রায় প্রদানের সময় বিচারক বলেন,“ ইনি একজন প্রতারক। এই চিকিত্সক তার সামাজিক পরিচিতি ও ক্ষমতার অপব্যবহার করেছে।
ক্যানসারের ভয় দেখিয়ে তিনি স্তন ও যৌনাঙ্গ পরীক্ষা করতেন ওই চিকিত্সক। তার পরেই শুরু হতো শ্লীলতাহানি ও ধর্ষণ। ইতিমধ্যেই গত কয়েক বছরে ছয় জন মহিলা এই অভিযোগ জানান লন্ডনের ওল্ড বেইলি কোর্টের কাছে। সূত্রের খবর, শুধুমাত্র এই ছটি অভিযোগই নয়, মণীশের বিরুদ্ধে চিকিৎসার নামে শ্লীলতাহানি ও ধর্ষণের আরও ১৭টি অভিযোগ দেশের রয়েছে বিভিন্ন আদালতে।
এরপর পুলিশি তদন্তে সত্যতা যাচাইয়ের পর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে ২০১৩ সাল থেকে চেম্বারে বসে তাঁর রোগী দেখা বন্ধ করে দেওয়া হয় বলেও জানা যাচ্ছে। সূত্রের খবর, এতদিনে মোট ২৩ জন মহিলা ও ১৫ বছরের এক মেয়ের সাথেও একই ঘটনা মনীশ শাহ।
এলবিএন/১৪এফ/এস/এল/০১-২