সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়িএক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত জামাল উদ্দিন নামে ঐ ব্যক্তি সিলেটের কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের নারাইনপুর গ্রামের মৃত মুদচ্ছির আলীর ছেলেশুক্রবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টায় দেশটির সৌদির ইয়াম্বু শহরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার জামাল উদ্দিন কর্মস্থলে গাড়ি নিয়ে যাওয়ার পথে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হন । গুরুতর আহত জামাল উদ্দিনকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, জামাল উদ্দিন সৌদি আরবে দীর্ঘদিন থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন। তার ২ ছেলে ১ মেয়ে সন্তান রয়েছে। মাস খানেক পর তার দেশে আসার কথা ছিলো।
জামালের মৃত্যুর সংবাদ পরিবারের সদস্যদের কাছে আসলে তাদের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। মাত্র ৬ মাস আগে জামালের ছোট ভাই কামালও সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যান।