সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-২

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-২
Spread the love

৮৮ Views

জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ দুই কিশোর নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুই কিশোর। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার সুনামগঞ্জ আমবাড়ী সড়কের ব্রাহ্মণগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় নিহত দুই কিশোর সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি এলাকার বাসিন্দা। নিহত পাভেল (১৭) আলহেরা জামেয়া ইসলামীয় মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী। সে মাইজবাড়ি বদিপুরের বাসিন্দা শামছুনূরের ছেলে। নিহত আরেক কিশোর সোহাগ(১৬) একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে। সোহাগ পেশায় একজন কাঠমিস্ত্রী। সড়ক দুর্ঘটনায় শাকিনূর (১৭) ও আশিক (১৮) নামে দুই কিশোর গুরতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাইজবাড়ি এলাকার এই চার কিশোর একই মোটরসাইকেল যোগে আমবাড়ী থেকে নিজ এলাকায় আসছিলেন। মোটরসাইকেলটি ব্রাহ্মণগাঁও এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি সাথে ধাক্কা লেগে ৪ আরোহীর মধ্যে পাভেল ঘটনাস্থলে নিহত হয়।

 

স্থানীয়দের সহযোগিতায় বাকি তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সোহাগ নামে আরেক মোটরসাইকেল আরোহী মৃত্যুবরণ করেন । আহত আশিক ও শাকিনূরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 

দুর্ঘটনার খবর নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই প্রদ্বীপ কুমার চক্রবর্তী বলেন, ৪ কিশোর একই মোটরসাইলে যোগে আমবাড়ী থেকে বাড়ী ফিরছিলো। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির আঘাতে ঘটনাস্থলেই একজন মারা যায়। হাসপাতালে নিয়ে আসার পর আরেকজনের মৃত্যু হয়। নিহত দুইজন ছাড়াও আরো দুই মোটরসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক। তাদের সিলেটে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Spread the love

Follow us

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031