সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০
প্রতিনিধি/বালাগঞ্জঃঃ
বালাগঞ্জ ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় দুই এস এস সি পরীক্ষার্থী আহত বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজ ফটকে দুই এস এস সি পরীক্ষার্থী আহত হয়েছেন আহতরা সুলতান পুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশ গ্রহন করেছেন।
দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে সংশ্লিশত সূত্রে জানাযায় সোমবার সকালে পরীক্ষা শুরু হওয়ার পূর্ব মূর্হুতে কেন্দ্রে প্রবেশে অপেক্ষামান পরীক্ষার্থী আব্দুল গফুর একাডেমির ছাত্রী ফাম্মি বেগম ও মুন্নি বেগমকে নিয়ন্ত্রণ হীন ব্যাটারি চালিত একটি রিকশা দাক্কা দেয় ছাত্রীরা মাথা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হন তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসা নিয়ে তার পরীক্ষায় অংশ গ্রহন করেছেন। রিকশা চালক কউছর আলীকে আটক রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি আ ফ ম শামিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিবাংশু কুমার সিংহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।