বাংলাদেশিদের ৫ বছরের ফ্যামিলি ভিসা দিচ্ছে কাতার

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

বাংলাদেশিদের ৫ বছরের ফ্যামিলি ভিসা দিচ্ছে কাতার
Spread the love

১৭৫ Views

 

লন্ডন বাংলো ডেস্কঃঃ

 

মধ্যপ্রাচ্যের কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের পরিবারের জন্য ফ্যামিলি রেসিডেন্স ভিসা দিবে কাতার সরকার। কাতারে বৈধভাবে কর্মরতরা চাইলে তাদের পরিবারের সদস্যদের খুব সহজেই নিয়ে আসতে পারবেন। আগেও ভিজিট ভিসায় পরিবারের সদস্যদের কাতার ভ্রমণে নিয়ে আসা যেত তবে আগের ফ্যামিলি ভিজিট ভিসার মেয়াদ ছিল ১ মাসের। যা ৬ মাস পর্যন্ত বৃদ্ধি করা যেত। এখন থেকে খুব সহজ পদ্ধতিতে পরিবারের সদস্যদের ৫ বছর মেয়াদি ফ্যামিলি রেসিডেন্স ভিসায় কাতার নিয়ে আসা যাবে।

 

ফ্যামিলি রেসিডেন্স ভিসা আবেদনের জন্য যা লাগবে

 

১. আবেদন কারির ভ্যালিড কাতার আইডির ফটোকপি।

 

২। আবেদনকারীর কাতারে কর্মরত প্রতিষ্ঠানের সঙ্গে যে চুক্তি হয়েছে সেটা ও সেলারী সার্টিফিকেটের সত্যায়িত কপি।

 

৩. যাদের জন্য আবেদন করা হবে তাদের সকলের পাসপোর্টের ফটোকপি।

 

৪. স্ত্রীর জন্য ম্যারেজ সার্টিফিকেট ও বাচ্চাদের জন্য তাদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট।

 

৫. পরিবারের কোনো সদস্যের বয়স যদি ১৮ বছরের উপরে হয় তাহলে তার জন্য নিজ ইউনিয়ন/উপজেলা/পৌরসভা অথবা সিটি করপোরেশন থেকে চারিত্রিক সনদপত্র নিতে হবে।

 

আনুষঙ্গিক তথ্য

 

১. ভিসা আবেদন ফর্মটি আরবিতে টাইপ করতে হবে এবং পাসপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী সব তথ্য পূরণ করতে হবে।

 

২. আবেদন ফরম ও সঙ্গে দেওয়া প্রতিটা কাগজ অবশ্যই স্পষ্ট ও ক্লিয়ার হতে হবে।

 

৩. যাদের জন্য আবেদন করা হবে তাদের সবাইকে বাংলাদেশে অবস্থিত ঢাকা বা সিলেটের কাতার ভিসা সেন্টারে মেডিকেল পরীক্ষা দিয়ে পাশ করতে হবে।

 

৪. তথ্যগুলো কাতারের ভিসা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই করার পর ভিসা এপ্রুভালের জন্য অনুমোদন প্রদান করবে।

 

৫. প্রতিটি আবেদনের জন্য ২০০ কাতারি রিয়াল প্রদান করতে হবে।

 

আবেদনকারীরা চাইলে মাতরাশ-২ অথবা হুকুমি মোবাইল অ্যাপের মাধ্যমেও আবেদন করতে পারবেন।

 


Spread the love

Follow us

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930