সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০
প্রতিনিধি/কমলগঞ্জঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ স্কাউটস’র প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল’র ১৬৩ তম জন্মদিন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বাংলাদেশ স্কাউটস কমলগঞ্জ এর আয়োজনে উপজেলা পরিষদ মিলয়নাতন থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
স্কাউটস’র সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী। এসময় প্রধান অতিথি হয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার(ভার:) নাসরিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামসুন নাহার পারভীন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়ফুল ইসলাম তালুকদার,কমলগঞ্জ পল্লী জীবিকা উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মুরশেদা খানম,সহকারি কমিশনার সুজিতা সিংহা,উপজেলা কাব লিডার মো. সালাহ্উদ্দিন, উপজেলা কাব লিডার মো.শাহিন আহমেদ প্রমূখ। র্যালিতে কাব, স্কাউটস, রোভার সদস্যরা অংশ নেন। এছাড়া ও উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।