শিক্ষিকার হাত ভাঙ্গেন অভিভাবক

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

শিক্ষিকার হাত ভাঙ্গেন অভিভাবক

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

 

সন্তানকে বকা দেওয়ায় এক শিক্ষিকার হাত ভেঙ্গে দিয়েছন অভিভাবক। কালীগঞ্জে সুলতানা রিজিয়া নাসরিন নামে এক শিক্ষিকার হাত ভাঙ্গেন আবদুল আলিম নামে ক্ষুব্ধ অভিভাবক। এ ঘটনায়  থানায় মামলা করেছেন আহত শিক্ষিকা। এদিকে, দোষী ব্যক্তির শাস্তির দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে।

 

সোমবার দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ পৌর শহরের মডেল সরকারি আড়পাড়া শিবনগর প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

 সরকারি আড়পাড়া শিবনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চণা রাণী বলেন, সকালে বিদ্যালয়েরদ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জুয়াইরিয়া লাবিবাকে শ্রেণিকক্ষে মনোযোগী না হওয়ায় বকাঝকা করি। দুপুরে ছুটির পর ওই শিক্ষার্থী বাড়ি চলে যায়। এরপর তার বাবা আবদুল আলিম এসে কৈফিয়ত চান। তাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল। এরইমাঝে তিনি টেবিলের ওপর থাকা একটি গ্লাস ছুড়ে মারলে ওই শিক্ষিকার হাত জখম হয়।

 

প্রাথমিক শিক্ষক সমিতি কালীগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ বলেন, অফিস চলাকালে শিক্ষকের ওপর হামলা মেনে নেওয়া যায় না। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা বলেন, ওসিকে মামলা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর মিয়া জানান, আলিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Spread the love