অস্ট্রেলিয়ার ক্যানবেরার দাবানল নিয়ন্ত্রণে এসেছে

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

অস্ট্রেলিয়ার ক্যানবেরার দাবানল নিয়ন্ত্রণে এসেছে

 

লন্ডন বাংলা আন্তর্জাতিক ডেস্কঃঃ

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা বিমানবন্দরের নিকটে থাকা দাবানল নিয়ন্ত্রণে এসেছে। ওই দাবানলের কারণে ক্যানবেরা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। দুর্ঘটনা এড়াতে বেশ কয়েকটি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়। তবে সেটি এখন নিয়ন্ত্রণে এসেছে।

 

 

বুধবার ক্যানবেরার উপশহর পিয়ালিগোর রেডওড বন থেকে শুরু হওয়া সেই দাবানল বৃহস্পতিবার মোলোঙ্গো নদীর দিকে ধাবিত হয়। পরে কালারো সড়কে আরেকটি দাবানলের সাথে মিশে যায়। সম্মিলিত সেই দাবানলের আকার ছিল ৪২৪ হেক্টর এবং বিকেলের দিকে জরুরি সতর্কতা জারি করা হয়। তবে রাতের দিকে দাবানলের আকার কমে আসে ৩৭৯ হেক্টরে। এতে ব্যবসায়িক ক্ষতি হলেও কোনো ঘরবাড়ি নষ্ট হয়নি বলে জানিয়েছে এবিসি অস্ট্রেলিয়া। তীব্র ধোঁয়ার কারণে স্থানীয়দের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

 

 

সূত্র/ এফ/ 24/বিডি প্রতিদিন

Spread the love

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728