মুজিববর্ষের অনুষ্ঠানে ‘মোদিকে ছাড়া অন্য কাউকে আনলে আপত্তি নেই

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

মুজিববর্ষের অনুষ্ঠানে ‘মোদিকে ছাড়া অন্য কাউকে আনলে আপত্তি নেই
Spread the love

৯৩ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মুজিববর্ষের অনুষ্ঠানে ‘মোদিকে ছাড়া অন্য কাউকে আনলে এদেশের ধর্মপ্রাণ জনতার কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালে এক মাহফিল অনুষ্ঠানের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

 

ইসলামি আন্দোলন বাংলাদেশের এই আমির বলেন, ‘মুসলমানদের রক্তে হাত রাঙানো মোদিকে এদেশে এনে মুজিব শতবর্ষ পালনকে প্রশ্নবিদ্ধ না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানাচ্ছি।

 

তিনি আরও বলেন, ‘মোদি শুধু সন্ত্রাসী নয়, সে সন্ত্রাসীদের গডফাদার ও মানবতার শত্রু। সন্ত্রাসীদের উসকে দিয়ে পুরো ভারতজুড়ে অশান্তির দাবানল জ্বালিয়ে রেখেছে মোদি। কাজেই মোদিকে বাংলাদেশের মুসলমানরা বরদাশত করবে না।

 

সমাবেশে বক্তব্য রাখেন মালয়েশিয়া শরিয়াহ বোর্ডের সাবেক প্রধান মুফতি ও মালয় প্রধানমন্ত্রীর সচিব শায়খ দাতু ওমাম জাহিদী বিন ওয়াসতেহ, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপ্যাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মাইমুল আহসান খানসহ আরও অনেকে।


Spread the love

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930