সিলেট ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০
প্রতিনিধি/কমলগঞ্জঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের তৈলং বাড়ি ছড়া সংলগ্ন মাঠে নানা কর্মসুচীর মধ্য দিয়ে দু’দিনব্যাপী আদিবাসীদের ‘ত্রিপুরেশ্বরী’ উৎসব পালিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে তৈলং ছড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান জিডিশন প্রধান সুচিয়াং। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক আহমদ সিরাজ।
স্মরণ দেববর্ম্মার সভাপতিত্বে ও শ্যামল দেববর্ম্মার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদিবাসী নেতা পরিমল সিং বাড়াইক, কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রভাষক দীপংকর শীল, শিক্ষক নাজমুল হোসেন, আদিবাসী নেতা ভিম্পল সিংহ।
আলোচনা অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা জানান, কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা তৈলং বাড়িতে ২৮টি পরিবারের বসবাস।
তাদের এলাকায় কোন বিদ্যুৎ সংযোগ নেই। বিশুদ্ধ পানীয় জলের কোন সুব্যবস্থা নেই। রাস্তাঘাটও একেবারে খারাপ, চলাচলের অনুপযোগী। একটিমাত্র স্কুল থাকলেও দীর্ঘদিন ধরে এটি বন্ধ রয়েছে। সরকারের ডিজিটাল বাংলাদেশের ছোয়া তাদের এলাকায় লাগেনি। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে মুজিববর্ষে তৈলং বাড়ি এলাকার কাংখিত উন্নয়নের জন্য বক্তারা সরকারের নিকট জোর দাবী জানান।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |