জেলা ছাত্রদলের দায়িত্বশীলদের সাথে ফেঞ্চুগঞ্জ ছাত্রদলের মত বিনিময়

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

জেলা ছাত্রদলের দায়িত্বশীলদের সাথে ফেঞ্চুগঞ্জ ছাত্রদলের মত বিনিময়

আবুল ফয়েজ খাঁন কামালঃঃ

জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা কর্তৃক প্রদত্ব সাংগঠনিক নেতৃবৃন্দের সাথে (১মার্চ) রবিবার দিবাগত রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের পৃথক মত বিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি শিহাব খাঁন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহ সভাপতি এনামুল করিম চৌধুরী সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক তানিমুল ইসলাম।

 

ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাথে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সদ্য বিলুপ্ত উপজেলা কমিটির আহবায়ক এম.জে আহমেদ জাবেল। পরিচালনা করেন সদস্য সচিব শাহিন আহমদ। কলেজ ছাত্রদলের সাথে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক সৈয়দ তায়েফুজ্জামান, পরিচালনা করেন সদস্য সচিব তপু আহমদ খাঁন।উপজেলা ছাত্রদল নেতৃ বৃন্ধের মধ্যে উপস্থিত ছিলেন মো: বদরুল ইসলাম খাঁন, সাইফুল ইসলাম খাঁন, মো: দিনার আহমদ শাহ, নুরুল ইসলাম নাহিদ, শিপার আহমদ, অলিদ আহমদ সেন্টু, শেখ মিটু, মাহবুবুর রহমান শাওন, নছির উদ্দিন লিটন, আল মারুফ, মাহদি ইসলাম শাহি, মেহেদী হাসান রফি, সাহেদ আহমদ, মিজানুর রহমান মিতন, মো: সুজন, রুহেল চৌধুরী।

 

কলেজ ছাত্রদল নেতৃ বৃন্ধের মধ্যে উপস্থিত ছিলেন ফুয়াদ আহমদ চৌ: মনা, হাফিজুল করিম সায়মন, ওবায়দুর রহমান সজল, হোসাইন আহমদ, সাজিদুল ইসলাম ফাহিম, রাসেদ আহমদ সনি, আদিল হুসেন সাকিব, আজহার খাঁন সামি, ফাহাদ গাজি, কাওছার, সাব্বির হুসেন, তাজিম খাঁন, সাজিদুল ইসলাম খাঁন মান্না, মাহিন আহমদ প্রমুখ।

এলবিএন/বা/০৩/০২

Spread the love