সিলেট ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
চোখের সাদা অংশে ট্যাটু! শুনেই গা শিউরে ওঠার কথা। তবে ভয়ংকর এই কাজটি করাতে গিয়ে অন্ধ হয়ে যেতে বসেছেন পোল্যান্ডের রোকলার বাসিন্দা আলেক্সান্দ্রা স্যাডোওস্কা নামে এক মডেল। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে জানানো হয়েছে, আলেক্সান্দ্রার একটি চোখ পুরোপুরি অন্ধ হয়ে গেছে। আরেকটি চোখও প্রায় অন্ধ হওয়ার পথে।
আলেক্সান্দ্রা চোখের সাদা অংশটি কালো রঙ দিয়ে ট্যাটু করাতে স্থানীয় এক ট্যাটু শিল্পীর কাছে যান। ২৫ বছর বয়সী ওই মডেল চোখে ট্যাটু করানোর পর থেকেই চোখে তীব্র ব্যথা অনুভব করতে থাকেন। পিয়োটার নামে পরিচিত স্থানীয় এক ট্যাটু শিল্পী তার চোখের ভেতর ট্যাটু করে দেন।
ট্যাটু শিল্পী তাকে বলেছিলেন, এই যন্ত্রণা স্বাভাবিক এবং পেইন কিলার খেলেই নাকি ব্যথা কমে যাবে। তবে আলেক্সান্দ্রা স্যাডোওস্কাকে অনিচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য তিন বছরের কারাদণ্ড হয়েছে ওই ট্যাটু শিল্পীর।
তদন্তে দেখা গেছে, চোখের মণিতে ট্যাটু আঁকতে গিয়ে ওই শিল্পী মডেলের চোখের মারাত্মক ক্ষতি করেছেন। তিনি চোখের ট্যাটুর জন্য বডি ইঙ্ক ব্যবহার করেছিলেন, যা চোখের সংস্পর্শে আসাই উচিত নয়।
আলেক্সান্দ্রা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য তিনটি পদ্ধতি ব্যবহার করেছেন বলে জানা গেছে। তবে চিকিৎসকরা বলছেন, ট্যাটুর রঞ্জকটি তার টিস্যুতে পৌঁছে গেছে। ফলে দৃষ্টি ফিরে পাওয়ার আর কোনো আশা নেই।
ভুক্তভোগী মডেল বলেন, ‘দুর্ভাগ্যক্রমে আপাতত চিকিৎসকরা আমার দৃষ্টির উন্নতির জন্য খুব একটা আশাবাদী নন। ক্ষতিটা খুব গভীর এবং ব্যাপক। আমি আশঙ্কা করছি আমি সম্পূর্ণ অন্ধ হয়ে যাব।’