সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
লন্ডনে সন্ত্রাসী হামলায় সিলেট নগরীর হাউজিং এস্টেটের এক কিশোর নিহত হয়েছে। তার নাম শানুর আহমেদ দাইয়ান (১৬)। সে হাউজিং এস্টেটের বাসিন্দা শরিফ আহমেদ তালুকদারের বড় ছেলে এবং শফিক মিয়া তালুকদারের নাতি। মঙ্গলবার লন্ডনের একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত দাইয়ানের চাচা লন্ডন প্রবাসী জাহেদ আহমদ তালুকদার জানান, দাইয়ানের বন্ধুরাই তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে । সে সোমবার থেকে নিখোঁজ ছিল বলে জানন তিনি।
সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস লোদী জানান, দাইয়ানের মৃত্যুর বিষয়ে তিনি অবহিত হয়েছেন। তবে, কি কারণে সে নিহত হয়েছে তা জানা যায়নি।