যে ক্লাবে ব্রাভোর পর আছেন শুধু সাকিব

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২

যে ক্লাবে ব্রাভোর পর আছেন শুধু সাকিব
১২১ Views

ক্রীড়া প্রতিবেদকঃঃ
ফরচুন বরিশালের পরাজয় তখন নিশ্চিত। শেষের ১৭ বল থেকে করতে হতো মাত্র ১ রান। তখনই মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট তুলে নিলেন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। এরই সঙ্গে ঢুকে যান টি-টোয়েন্টি ক্রিকেটের এক অনন্য ক্লাবে।

 

সাকিবের বলে মাহমুদউল্লাহ আউট হন ডোয়াইন ব্রাভোর হাতে ক্যাচ দিয়ে। বিষয়টা যেনো এমন দাঁড়ালো ক্যাচটি তালুবন্দী করে সাকিবকে নিজের ক্লাবে স্বাগত জানালেন ক্যারিবীয় অলরাউন্ডার ব্রাভো। যে ক্লাবে এখন ব্রাভোর পর দ্বিতীয় সদস্য হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

আর সেই ক্লাবটি হলো স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে কমপক্ষে ৪০০ উইকেট ও ৫০০০ রান করার কৃতিত্ব। সবার আগে এই ক্লাবে নাম তুলেছেন ডোয়াইন ব্রাভো। বর্তমানে কুড়ি ওভারের ক্রিকেটে ৫৫৪ উইকেটের পাশাপাশি ৬৬৭২ রান রয়েছে ব্রাভোর।

 

আজ ১ উইকেট নেওয়ার মাধ্যমে ব্রাভোর সঙ্গে এই ক্লাবে ঢুকলেন সাকিব। বর্তমানে এই ফরম্যাটে তার উইকেটসংখ্যা ঠিক ৪০০টি আর ব্যাট হাতে রয়েছে ৫৬১০ রান। এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন সাকিব।

 

স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি

 

১/ ডোয়াইন ব্রাভো – ৫১৪ ম্যাচে ৫৫৫ উইকেট, সেরা বোলিং ৫/২৩

 

২/ ইমরান তাহির – ৩৪৪ ম্যাচে ৪৩৫ উইকেট, সেরা বোলিং ৫/২৩

 

৩/ সুনিল নারিন – ৩৮৩ ম্যাচে ৪২৫ উইকেট, সেরা বোলিং ৫/১৯

 

৪/ রশিদ খান – ৩০০ ম্যাচে ৪২০ উইকেট, সেরা বোলিং ৬/১৭

 

৫/ সাকিব আল হাসান – ৩৫৩ ম্যাচে ৪০০ উইকেট, সেরা বোলিং ৬/৬

Spread the love

Follow us

আর্কাইভ

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031