সিলেট ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
আফ্রিকার দেশ গিনির মামোউ শহরের বাইরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে আট ফুটবলার নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন। বৃহস্পতিবার ঘটা এই দুর্ঘটনায় নিহত খেলোয়াড়রা দ্বিতীয় ডিভিশনের এতইলে দে গিনি দলের খেলোয়াড় ছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার।
ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, একটি ম্যাচ খেলার জন্য এতইলে দে গিনি দলটি কাঙ্কান শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। কি কারণে এমন দুর্ঘটনা ঘটেছে সেটি এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, টিম বাসের কোন ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
গিনিতে সাম্প্রতিক সময়ে এই নিয়ে দুটি ফুটবল দল ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হলো। গত জানুয়ারিতে গিনির ওয়ার্কিয়া এসি নামের একটি ফুটবল দলের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। সেই সময় ওই ফুটবল দলের তিনজন খেলোয়াড় নিহত হন।