সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০
ক্রীড়া প্রতিবেদক/সিলেটঃঃ
মাশরাফি আজ বিদায় নিচ্ছেন। না, আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে হয়তো আরো কিছুদিন দেখা যেতে পারে। কিন্তু অধিনায়ক মাশরাফির আজই শেষ দিন। সিলেটে আজ শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ হচ্ছে। এ ম্যাচেই বাংলাদেশের অধিনায়ক হিসেবে জীবনের শেষ টস করেছেন মাশরাফি বিন মুর্তজা।
আগের দুই ম্যাচে টসে জিতলেও নিজের শেষ অধিনায়কত্বের ম্যাচে টসে হেরেছেন মাশরাফি। মাশরাফি গতকাল কাল বৃহস্পতিবার দুপুরে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন। মাশরাফির অধীনে বাংলাদেশ আজকের ম্যাচের আগে খেলেছে ৮৭টি ওয়ানডে ম্যাচ। তাতে জয় এসেছে ৪৯ ম্যাচে।
আজ তাঁর অধিনায়কত্বের ৮৮তম ম্যাচ। এ ম্যাচে বাংলাদেশ জিতলে অধিনায়ক হিসেবে জয়ের হাফ-সেঞ্চুরি পূর্ণ হবে মাশরাফির।