‘যেকোন সময় বাংলাদেশেও করোনার সংক্রমণ হতে পারে’

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

‘যেকোন সময় বাংলাদেশেও করোনার সংক্রমণ হতে পারে’

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বিশ্ব পরিস্থিতি অনুযায়ী যেকোন সময় বাংলাদেশেও করোনার সংক্রমণ হতে পারে বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, এতে আতংকিত হওয়ার কিছু নেই। শনিবার দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা নিয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

 

তিনি আরও জানান, দেশে একশ ১১ জনকে পরীক্ষা করা হয়েছে, এদের মধ্যে কারো শরীরে করোনার উপস্থিতি নেই। যারা করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে এসেছেন এবং করোনার উপসর্গ রয়েছে, তাদেরকে গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগের পরামর্শ দেন তিনি। এছাড়া যাদের শ্বাসকষ্ট রয়েছে, তাদের হাসপাতালে গিয়ে পরীক্ষা করার পরামর্শও দেওয়া হয়।

 

 

সূত্র:বিডি প্রতিদিন

Spread the love