আইপিএলে সাকিবের দল না পাওয়ার কারণ জানালেন শিশির

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২

আইপিএলে সাকিবের দল না পাওয়ার কারণ জানালেন শিশির
Spread the love

১১৪ Views

ক্রীড়া প্রতিনিধিঃঃ

প্রথমবারের মতো আইপিএল নিলামে দল পেলেন না সাকিব আল হাসান। ২০১১ আইপিএল নিলামের পর এই প্রথম নিলামে অবিক্রীত থেকে গেলেন বাংলাদেশি অলরাউন্ডার। নিলামের দুদিনই নাম ডাকা হয়েছিল সাকিবের। কিন্তু কলকাতাসহ ১০ দলের কেউ সাকিবে আগ্রহ দেখায়নি।

 

রোববার রাতেই নিশ্চিত হয়ে যায় এবারের আইপিএল খেলা হচ্ছে না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের।বিষয়টি নিয়ে সাকিবভক্তসহ ক্রিকেটপ্রেমীদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। সর্বোচ্চ ভিত্তিমূল্যের (২ কোটি) সাকিব কেন অবিক্রীত থাকলেন?

 

সাকিবের সহধর্মিণী উম্মে আহম্মেদ শিশির মনে করেন, আইপিএলের শুরুর দিকে বাংলাদেশ দলের শ্রীলংকা সফরের কারণে সাকিবকে নেয়নি আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি। আর ভক্তদের হতাশ না হতে জানিয়ে শিশির বলেছেন, এবার দল না পেলেও সাকিবের আইপিএল ক্যারিয়ার শেষ হয়ে যায়নি।

 

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন শিশির। সেখানে তিনি লিখেছেন, ‘আপনারা খুব বেশি উত্তেজিত হওয়ার আগেই জানিয়ে দেই, কয়েকটা দল তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল। জানতে চেয়েছিল সে পুরো মৌসুম খেলতে পারবে নাকি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শ্রীলংকা সফরের জন্য সে পারত না! এই কারণেই তাকে নিলাম থেকে কেউ নেয়নি।’


Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930