সিলেট ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২
ক্রীড়া প্রতিবেদকঃঃ
বাংলাদেশে এসেই বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান দল। করোনাভাইরাস হানা দিয়েছে টিমে । সফরকারী বহরের ছয়জনেরও বেশি সদস্য করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
বিসিবি জানিয়েছে, রোববার আফগানিস্তান দলের ২৩ সদস্যের বহর সিলেটে পৌঁছলে সেদিনই তাদের করোনা পরীক্ষা করা হয়। সোমবার জানা যায়, বহরে ছয়জনেরও বেশি সদস্য করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে মাঠের খেলোয়াড়ও আছেন। আক্রান্তদের মধ্যে দলের ভারতীয় ফিজিও প্রশান্ত পঞ্চাদাও আছেন। তাদের প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে।
প্রসঙ্গত আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে সাগরিকাখ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ দুটি হবে ৩ ও ৫ মার্চ, বাংলাদেশ সময় দুপুর ৩টায়।