সিলেট ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২
ক্রীড়া প্রতিবেদকঃঃ
বেপরোয়া গাড়ি চালিয়ে টেনিস তারকাকে গুরুতর আহত করেন জিম্বাবুয়ের ক্রিকেটার তারিসাই মুসাকান্দা। জিম্বাবুয়ের হয়ে ৫ টেস্ট, ১৫ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলা মুসাকান্দা বেশ বিপদেই পড়েছেন। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, না বুঝে হত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন মুসাকান্দা।
গত ১৬ জানুয়ারি হারারেতে রাতে গাড়ি চালানোর সময় পথচারীকে আঘাত করেন মুসাকান্দা। এ দুর্ঘটনার বিষয়টি ২৭ বছর বয়সী এই ক্রিকেটার কর্তৃপক্ষকে জানাননি। পরে জানা গেছে, দুর্ঘটনার শিকার সেই পথচারী জিম্বাবুয়ের হয়ে ডেভিস কাপে অংশ নেওয়া সাবেক টেনিস খেলোয়াড় গিনাই চিনগোকা।
জিম্বাবুয়ের সংবাদমাধ্যম ‘হেরাল্ড’ জানিয়েছে, ৩৮ বছর বয়সী চিনগোকা বাঁ-পা ও কনুইয়ে আঘাত পান। হাসপাতালে ভর্তির পর গত ২৭ জানুয়ারি মারা যান।জানা যায়, দুর্ঘটনাস্থলে গাড়ি থামিয়ে আহত চিনগোকাকে গাড়িতে তুলে হাসপাতালেও নিয়ে যান মুসাকান্দা। কিন্তু ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তিনি পুলিশকে কিছুই জানাননি। চিনগোকার মৃত্যুর পর ২৮ ফেব্রুয়ারি পুলিশকে ঘটনাটা জানান মুসাকান্দা।
চিনগোকার ময়নাতদন্ত প্রতিবেদনে জানানো হয়, গাড়ির আঘাতে তার মৃত্যু হয়েছে।অতীতেও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বিপদে পড়েছেন মুসাকান্দা। মদপান করে গাড়ি চালানোয় ২০২০ সালে অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটের দল নিউ সিটি ক্রিকেট ক্লাব তাকে ছেড়ে দিয়েছিল।