সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ওমান থেকে সড়ক পথে ইরান যাওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে ছাতকের রফিকুল ইসলাম নামের এক যুক। গত বৃহস্পতিবার মৃত্যু সংবাদ পায় তার পারিবারের লোকজন। রফিকুল ইসলাম উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকুল-নোয়াগাও গ্রামের আতাবুল ইসলামের পুত্র।
জানা যায়, বছর খানেক আগে নিজের ও তার পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে ওমানে পাড়ি জমায় রফিকুল ইসলাম। প্রায় ৩ মাস পূর্বে ওমানে থাকা বাংলাদেশী সহকর্মীদের সাথে ইরানে যাওয়ার সিদ্ধান্ত নেয় রফিকুল। সড়ক পথে অবৈধভাবে ইরানে প্রবেশ করার সময় ইরানী পুলিশের ধাওয়ার মুখে পড়ে রফিকুল ইসলামসহ তার সহযাত্রীরা। এক পর্যায়ে অনুপ্রবেশকারীদের গতিরোধ করতে তাদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ।
এসময় তার সহযাত্রীরা ধরা পড়লেও পুলিশের ছুঁড়া গুলিতে নিহত হয় রফিকুল ইসলাম। এ ঘটনার ৩ মাস পর সম্প্রতি জেল থেকে ছাড়া পায় রফিকুল ইসলামের সহযাত্রীরা। ওই ৩ মাস রফিকুল ইসলামের কোন খবর তার পরিবার জানতো না।
তার বাবা-মা জানতেন পুলিশের ধাওয়া খেয়ে ভয়ে কোথাও আত্মগোপনে রয়েছে তাদের সন্তান। রফিকুল ইসলামের পিতা আতাবুল ইসলাম জানান, রফিকুল ইসলামের সহযাত্রী ইরান জেল থেকে মুক্তি পাওয়া মৌলভীবাজারের জনৈক এক যুবক বৃহস্পতিবার মোবাইল ফোনে তার মৃত্যু সংবাদ জানিয়েছে। এদিকে রফিকুল ইসলামের মৃত্যু সংবাদে তার পরিবারসহ গোটা মায়েরকুল-নোয়াগাঁও গ্রামে বইছে শোকের মাতম