সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০
বুলবুল আহমদ, নবীগঞ্জঃঃ
নবীগঞ্জ উপজেলা কুর্শি ইউনিয়নের ভুবিরবাক শ্রী শ্রী রাখাল ঠাকুর গাছতলায় অষ্টপ্রহর ব্যাপী বার্ষিক হরিনাম ও লীলাযজ্ঞ মহোৎসব গত শুক্রবার অনুষ্টিত হয়েছে। অষ্টপ্রহরবব্যাপী লীলা সংকীর্তন মহোৎসবের অনুষ্ঠানমালায় ছিল, গীতাপাঠ, অষ্টপ্রহরবব্যাপী লীলা কীর্তনের শুভ অধিবাস, ব্রাক্ষণমুহূতে হইতে অষ্টপ্রহরব্যাপী লীলা কীর্তনের শুভারম্ভ, মহাপ্রসাদ বিতরণ ঘটিকায় দধিভান্ড ভঞ্জন ও ব্রজের ধুলিগ্রহন এবং হরিলুটের মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়। কীর্তনের শুরুতে গীতা পাঠ করেন, ডাঃ মৃনাল কান্তি দাশ বাদল।
অষ্টপ্রহরবব্যাপী লীলা কীর্তন পরিবেশন করেন, সুনাগঞ্জের বাদল কৃষ্ণ দাশ, সিলেটের সুমন বৈদ্য, সুনামগঞ্জের জলি রানী দাশ, নবীগঞ্জের লিলি রানী সুত্রধর। কীর্তন কমিটির সভাপতি ডাঃ অমলেন্দু সুত্রধরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অজিত সুত্রধরের পরিচালনায় বার্ষিক মহোৎসবে প্রধান অতিতি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা। অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপদেষ্টা হরেন্দ্র সুত্রধর, ইউপি সদস্য শ্রীবাস পাল, সাবেক মেম্বার মনোরঞ্জন সুত্রধর, শিক্ষক অমলেন্দু সুত্রধর, পলাশ রতন দাশ, বীনা রঞ্জন দাশ, অরুন সুত্রধর, অঞ্জন সুত্রধর, নিধু সুত্রধর, অজিত সুত্রধর, বিপুল দাশ, রিংকু দাশ, চয়ন দাশ, গঙ্গেল দাশসহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এতে হাজারো ভক্তবৃন্দের সমাগম ঘটে।