সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০
ক্রীড়া প্রতিবেদকঃঃ
রান উৎসবের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। ব্যাটসম্যানদের দাপটে জিম্বাবুয়েকে ৩-০ তে সিরিজ হারিয়েছে বাংলাদেশ দল। তামিম ইকবাল, লিটন দাস সিরিজে দুটি করে সেঞ্চুরি করেছেন।
সিলেটে এই সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বের সমাপ্তি ঘটেছে। অধিনায়ক হিসেবে ৫০তম জয় নিয়েই বিদায় নিলেন তিনি।
সিরিজ জয়ের মধুর স্মৃতি নিয়ে গতকাল সকালে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। সকাল সোয়া ১১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে সফরকারী জিম্বাবুয়ে দলও ঢাকায় এসেছে।
টেস্ট, ওয়ানডের পালা শেষ। দুই ফরম্যাটেই সিরিজ জিতেছে বাংলাদেশ। পাত্তাই পায়নি জিম্বাবুয়ে। এবার ক্রিকেটের খুদে সংস্করণে লড়াই শুরু হবে। টি-২০ এর মিশনে মাঠে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।
আজ মিরপুর স্টেডিয়ামে অনুশীলনও করবে দুই দল। আগামীকাল মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ১১ মার্চ। দুটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।