সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোবরার বিকেলে একানিধা-তেঘরী গ্রামের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও যানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল ওছাতক থানার ওসি মোস্তফা কামাল।
ক্যানসারে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ইংল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলাউদ্দিন। তিনি ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের একানিধা-তেঘরী গ্রামের মৃত হাবিব উল্লাহর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল মরহুমের যানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, কর্মকর্তা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।