করোনা আতঙ্কে তুলসীপাতা নিয়ে হুলস্থুল কাণ্ড

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

করোনা আতঙ্কে তুলসীপাতা নিয়ে হুলস্থুল কাণ্ড
 লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনা আতঙ্কে গোপালগঞ্জে তুলসীপাতা নিয়ে হুলস্থুল কাণ্ড তুলসীপাতা খেলে সেরে যাবে করোনাভাইরাস এমন গুজব ছড়িয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তুলসী পাতা খাওয়ার হিড়িক পড়েছে সেখানে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৭টি তুলসী পাতা খেলে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হবে না-এমন গুজবে এ উপজেলায় তুলসী পাতা খাওয়ার হিড়িক পড়েছে। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তুলসীপাতা খাওয়ার বিষয়ে পোস্ট দিয়েছেন। গত ২ থেকে ৩ দিন ধরে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে অনেকই ৭টি করে তুলসী পাতা খাচ্ছেন। তাদের ধারণা তুলসীপাতা খেলে তারা করোনা ভাইরাসে আক্রান্ত হবেন না।
গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ গণমাধ্যমকে জানান, তুলসি পাতা খেলে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায় এটা গুজব। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এমন গুজবে মানুষকে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি। এদিকে করোনা প্রতিরোধে তুলসি পাতার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য। তবে কারো ঠাণ্ডাজনিত খুসখুসে কাশি হলে তুলসী পাতা উপকারী বলেও জানান তিনি।
Spread the love