বাস চাপায় মা-ছেলেসহ তিন জন নিহত

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

বাস চাপায় মা-ছেলেসহ তিন জন নিহত

প্রতিনিধি/বরুগুনাঃ

বরগুনার আমতলীতে বাস চাপায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে। শনিবার বেলা ১১টার দিকে আমতলী চৌরাস্তা এলাকায় দূর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন-পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাছুয়াখালী গ্রামের প্রবাসী আবুল হোসেনের স্ত্রী নুপুর বেগম (৩২), তার ছেলে হাসিব (১২) এবং লামিয়া (১৪) নামে এক কিশোরী। লামিয়ার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আমতলীর একে স্কুল চৌরাস্তা নামক এলাকায় যাত্রীবাহী বাস চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা অটোরিকশার যাত্রীদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে উন্নত চিকিৎসা দিতে জন্য বরিশালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আমতলী থানা ওসি মো. আবুল বাশার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলএনবি/25-জ/র/০৩-৫

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031