বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ১ কোটি ডলার অনুদান দিলো সৌদি আরব

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ১ কোটি ডলার অনুদান দিলো সৌদি আরব

 

আন্তর্জাতিক ডেস্কঃঃ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে কার্যকর পদক্ষেপ, গবেষণা ও ভ্যাকসিন আবিষ্কারে সহায়তার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) এক কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। করোনাভাইরাস নিয়ে গবেষণার জন্য কোনো দেশের অনুদানের ঘোষণা এটাই প্রথম।

 

গতকাল সোমবার রাতে সৌদি আরবের পত্রিকা ‘উকাজ’ এর খবরে বলা হয়েছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে সুরক্ষাকল্পে আন্তর্জাতিকভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার’ আহ্বানে দ্রুত সাড়া দিয়েছে সৌদি সরকার।

 

সৌদি আরবের রাজকীয় অধিদপ্তরের উপদেষ্টা এবং বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণকেন্দ্রের প্রধান পৃষ্ঠপোষক ড. আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আর-রাবীয়া বলেন, ‘গুরুত্বপূর্ণ এ অনুদান মানবসেবার প্রতি সৌদি আরবের দায়বোধ থেকে করা হয়েছে।

 

মানব সমাজে সৃষ্ট সমস্যার সমাধান কল্পে দেশটির সামর্থ্য ও অর্থকে কাজে লাগানোর বিষয়টি এর মাধ্যমে আবারও প্রতিফলিত হলো। তাছাড়া মানব সমস্যার সমাধানে জাতিসংঘ এবং তাদের অন্যান্য সহযোগী সংস্থার সমসহযোগী হয়ে কাজ করতে দেশটি বদ্ধপরিকর।

 

উল্লেখ্য, মরণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত সৌদি আরবে সব শিক্ষাপ্রতিষ্ঠান ৯ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে ২৭ ফেব্রুয়ারি দেশটিতে ‌ওমরাহ ও পর্যটকদের নিষিদ্ধ করা হয়। সৌদিতে বেশ কয়েকজন করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে।

 

সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্স’ এর পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে, বিশ্বের প্রায় ১১৫টি দেশে ছড়িয়ে পড়েছে মরণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ৪ হাজার ২৭ জন। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ৪৫৮ জন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত রয়েছেন ৪৬ হাজার ৩২৯ জন আর এই ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন ৬৪ হাজার ১০২ জন।

Spread the love

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930