সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
ইতালি থেকে দেশে ফেরা এক যাত্রীকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। শরীরে তাপমাত্রা বেশি থাকায় ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালে পাঠানো হয়।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিদেশ থেকে আসা প্রতিটি যাত্রীর স্বাস্থ্যের অতীত রেকর্ড নেওয়া হচ্ছে। যেসব দেশ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি সেসব দেশ থেকে ফেরা যাত্রীদের গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।স্বাস্থ্য পরীক্ষা ছাড়া বের হওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে বিমানবন্দরের পরিচালক বলেন, যদি কেউ ফাঁকফোকর দিয়ে বের হয়েও যায়, সে ইমিগ্রেশন পার হতে পারবে না।
তবে গত ক’দিনের মতোই যথাযথ পরীক্ষা হচ্ছে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন যাত্রীরা। তারা ক্ষোভ প্রকাশ করেছেন বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়েও।এদিকে, স্বাস্থ্য পরীক্ষায় আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি স্ক্যানার কাজ করছে বলে জানা গেছে।