সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০
লন্ডনবাংলা ডেস্কঃঃ
লালমনিরহাটে একটি অ্যাম্বুলেন্স থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৪ জানুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুলাঘাট এলাকা থেকে গাঁজাসহ অ্যাম্বুলেন্সটি আটক করে ডিবি পুলিশ। এসময় রংপুরের তহিগঞ্জ এলাকার মৃত তোমছের আলীর ছেলে আতিক হাসান (২৩) ও গাইবান্ধার সুন্দরগঞ্জের আব্দুল কাদের মোল্লার ছেলে আইনাল হক (১৮)।নামের দুই মাদক বিক্রেতাকেও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে নাগেশ্বরী থেকে বগুড়ার দিকে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। এ সময় গোয়েন্দা (ডিবি) পুলিশের সন্দেহ হলে তারা ধাওয়া করে কুলাঘাট এলাকায় অ্যাম্বুলেন্সটি জব্দ করেন। পরে অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার এবং ২ জনকে আটক করা হয়েছ।
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত অ্যাম্বুলেন্সের মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।