সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
ছাতক থেকে নিখোঁজ হওয়ার ৭ দিন পর সাইফুল ইসলাম (১২) নামের মাদরাসা ছাত্রকে বিশ্বনাথে পাওয়া গেছে। ৮ মার্চ বিশ্বনাথ উপজেলা দৌলতপুর ইউনিয়নের হাসনাজির গ্রামের ফারহান আহমদ এর বাড়িতে। সে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পেয়ে সাইফুলকে নিজ বাড়ীতে নিয়ে আসেন। ১৩ মার্চ ফারহান সাংবাদিকদের কে মোবাইল ফোনে তথ্যটি জানান। ছাতক থানার ওসি মোস্তফা কামাল কে বিষয়টি অবগত করেন।
ছেলের খবর পেয়ে সাইফুল এর পিতা আনছার আলী কে সাথে নিয়ে বিশ্বনাথ থেকে ছেলেটি উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আনছার আলী হাতে তার ছেলে সাইফুল কে তুলে দেন বিশ্বনাথ উপজেলা দৌলতপুর ইউনিয়নের হাসনাজির গ্রামের ফারহান আহমদ।এদিকে ছেলেকে সুস্থ অবস্থায় পেয়ে আনছার আলী ফারহানের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।