আবারো বাংলাদেশের হার

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

আবারো বাংলাদেশের হার

 

ক্রিড়া প্রতিবেদকঃ

পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানীদের কাছে হারতে হয়েছে বাংলার টাইগারদের। ব্যাকফুটে থেকে দ্বিতীয় ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না বংলাদশেরে টাইগারদের। কিন্তু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি মাহমুদউল্লাহ রিয়াদরা। ২০ বল হাতে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নেয় পাকিস্তান। প্রথম ম্যাচের মত আজ সিরিজ বাঁচানোর ম্যাচেও টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশ । টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত২০ ওভার শেষে বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান করে। শুরুতেই ওপেনার মোহাম্মদ নাইম ফিরে গেলেও তামিম ইকবাল ক্রিজে থাকেন দীর্ঘ সময়। কিন্তু তাতে লাভ হয়নি। ধীরগতির ব্যাটিংয়ে তামিম ৫৩ বলে ৬৫ রান করেন।

 

টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে নাইম, লিটন ও মেহেদী আউট হন দুই অঙ্কের ঘর ছোঁয়ার আগেই। তামিমের পর মাঝে আফিফ হোসেনের ২১ ও শেষে মাহমুদউল্লাহ রিয়াদের ১২ রান ছাড়া কোনো ব্যাটসম্যানই ১০ রানের বেশি করতে পারেননি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন মোহাম্মদ হাসনাইন।

 

টার্গেটে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় পাকিস্তান। ওখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাবর আজম ও মোহাম্মদ হাফিজ ম্যাচ শেষ করে আসেন। বাবর আজম ৬৬ ও হাফিজ ৬৭ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন শফিউল ইসলাম। কাল একদিন বিরতির পর সিরিজের শেষ ম্যাচটি হবে সোমবার।

 

 

 

এলবিএন/জা-২৫/র-০৩

Spread the love

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031